গাজীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মোঃ মামুন (২২) নামের এক যুবককে পাবনা থেকে গ্রেফতার করেছে র্যাব-১২, এর সদস্যরা। শনিবার ১২ মার্চ সন্ধ্যা ৫টায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মামুন গাজীপুর জেলার শ্রীপুর থানার দাইবাড়ীটেক গ্রামের মোঃ আজগর আলীর ছেলে।
র্যাব জানায়, (১০ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী এলাকায় এক ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ মামুন ওই ছাত্রীকে অকথ্য ভাষায় গালিসহ তাহার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করেন। পরে বিষয়টি র্যাবকে অবহিত করা হলে, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর মাধ্যমে আসামীর সঠিক অবস্থান নির্ণয় করে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানী এবং র্যাব-১ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর উত্তর পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় / জি আর