২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৫০:৩২ অপরাহ্ন


ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বরগুনায় মাইকিং
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বরগুনায় মাইকিং ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বরগুনায় মাইকিং


সমুদ্রের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদফতর। আর এতে আগেভাগেই স্থানীয়দের সচেতন করতে বরগুনায় প্রচারণা শুরু করেছে কোস্টগার্ড।

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকেই পাথরঘাটা উপজেলার ঝুঁকিপূর্ণ নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হয় কোস্ট গার্ডের পক্ষ থেকে। এছাড়া প্রচারণা চালানো হয়েছে পাথরঘাটা উপজেলা শহরে।

এদিকে ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী উদ্ধার অভিযান এবং প্রচারণার জন্য স্বেচ্ছাসেবীদের প্রস্তুত করতে শুরু করেছে জেলা প্রশাসন। দেওয়া হয়েছে কিন্তু প্রস্তুতের নির্দেশনা।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা আবহাওয়া বার্তা পেয়েছি। ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী উদ্ধার অভিযানের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশনা প্রদান করেছি। চার নম্বর সতর্কতা সঙ্গে জারি হলে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন হবে।