২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০৬:০২ অপরাহ্ন


সিরাজগঞ্জে নাসরিন হত্যা মামলার প্রধান আসামী নোমান গ্রেফতার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৩
সিরাজগঞ্জে নাসরিন হত্যা মামলার প্রধান আসামী নোমান গ্রেফতার সিরাজগঞ্জে নাসরিন হত্যা মামলার প্রধান আসামী নোমান গ্রেফতার


সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকার চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ রোমান নোমান গ্রেফতার করেছে র‌্যাব-১২ এবং র‌্যাব-৪। 

বুধবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামী মোঃ রোমান অরফে নোমান (২৫) সে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার পূর্ব মোহনপুর এলাকার মৃত তোফাজ্জলের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মৃত মোছাঃ সুমাইয়া খাতুন অরফে নাসরিনের পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে দুই বছর যাবৎ বাবার বাড়িতে বসবাস করতো। পরবর্তীতে মোঃ রোমান অরফে নোমান ও সুমাইয়া খাতুনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। মোঃ রোমান নোমান মাঝে মধ্যেই সুমাইয়া খাতুন নাসরিনকে তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যেত। 

গত (৬ অক্টোবর) বিকালে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নাসরিনকে নোমান ৩/৪ জন বন্ধু সহ তার অপর বন্ধু আকাশের বাড়িতে নিয়ে যায়। ভোরে রোমান তার বন্ধুদের সহযোগিতায় নাসরিনকে অচেতন অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। এরপর মর্গের সামনে মরদেহ ফেলে রেখে রোমান সুমাইয়ার বাবাকে মোবাইল ফোনে তার মেয়ে আত্মহত্যা করেছে জানিয়ে পালিয়ে যায় ।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৩১ তারিখ-০৮/১০/২৩, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। 

মামলার পর মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় বুধবার বিকাল সাড়ে ৫টায়  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এবং র‌্যাব-৪ এর একটি যৌথভাবে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রোমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।