২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:০৫:০২ অপরাহ্ন


জঙ্গি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত: ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২২
জঙ্গি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত: ইউক্রেন ফাইল ফটো


ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তারা রাশিয়ার একটি জঙ্গি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে কোথায়, কবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত প্রকাশ করেনি। রাশিয়ার তরফ থেকেও এব্যাপারে তথ্য জানা সম্ভব হয়নি।

শনিবার (৫ মার্চ) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

টানা ১০ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়ায়ের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ, ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। 

আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। এদিকে, যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। 

ইরিনা ভেরেশচুক সতর্ক করে বলেছেন, 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া যেন তার সেনাদের আরও সামনের দিকে এগিয়ে না নেয়।'

রাজশাহীর সময় / এএইচ