ইতিহাসের পাতায় নাম লেখালেন টি-টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এই ফরম্যাটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দুই হাজার রানের মাইলফলক ছুঁলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আগে থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে তার জায়গা সবার ওপর ছিল। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক বনেছিলেন আগেই। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২ হাজার টি-টোয়েন্টি রানের কীর্তি গড়লেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে হাজারের বেশি রান আছে ৫ ক্রিকেটারের। মাহমুদউল্লাহর পর আছেন সাকিব আল হাসান। তার রান সংখ্যা ১ হাজার ৯০৮। ১ হাজার ৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১ হাজার ৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১ হাজার ১৩৬ রান।
২ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল্লাহ। তিন বল পর রশিদ খানকে আবারও সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
রাজশাহীর সময় / এএইচ