২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৫০:২৩ পূর্বাহ্ন


হেঁচকি বন্ধ করার ঘরোয়া পদ্ধতি
ফারহানা জেরিন এলমা
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২২
হেঁচকি বন্ধ করার ঘরোয়া পদ্ধতি ফাইল ফটো


বহু মানুষের মধ্যে দেখা যায়, এক নাগাড়ে অনেকবার হেঁচকি উঠছে। প্রচুর পরিমাণে জল খেয়েও কিছুতেই তা বন্ধ হচ্ছে না। সেই সময় কী করবেন অনেকেই বুঝতে পারেন না।

হেঁচকি ওঠা খুবই স্বাভাবিক একটি ঘটনা। সারাদিনে নানা সময়ে মানুষের হেঁচকি ওঠে। কিন্তু অনেক সময়ই এই সমস্যা এত বেশি দেখা দেয় যে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যায়।

কী কারণে হেঁচকি ওঠে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে হেঁচকি উঠতে পারে। অত্যধিক মাত্রায় মশলাদার খাবার খেলে, খুব দ্রুত খাবার খেলে কিংবা খুব বেশি পরিমাণে খাবার খেলে হেঁচকি ওঠার সমস্যা দেখা দেয়।

এছাড়াও শর্করাজাতীয় খাবার খেলে, মদ্যপান করলে হেঁচকি ওঠার সমস্যা দেখা দেয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে, আবেগ প্রবণ হয়ে পড়লেও এমন সমস্যা দেখা দেয়।

হেঁচকি বন্ধ করার ঘরোয়া পদ্ধতি-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু মানুষ হেঁচকির সমস্যা বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে জল খেতে থাকেন। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। হেঁচকি বন্ধ করতে শ্বাস কিছুক্ষণ বন্ধ রাখুন।

২. হেঁচকি বন্ধ করতে হাঁটু জড়িয়ে ধরুন। বেশ কিছুক্ষণ এমন পদ্ধতি মেনে চললে হেঁচকি বন্ধ হয়।

৩. হেঁচকির সমস্যা দেখা দিলে উপুর হয়ে শোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৪. এক নাগাড়ে হেঁচকি উঠলে কয়েক সেকেন্ড করে বেশ কিছুবার জিভ বের করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৫. এক হাত দিয়ে অন্য হাতের তালু ঘষার পরামর্শও দেন তারা।

৬. হেঁচকি থামাবার জন্য ঠাণ্ডা জল খাওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে বরফের কুঁচি খেতে পারেন।

৭. এক চামক চিনি খেতে পারেন এই সময়ে।

৮. এক টুকরো লেবু চুষে খেতে পারেন।

৯. এক চামক মধু কিংবা পিনাট বাটার খেলে হেঁচকি ওঠার সমস্যা বন্ধ হয়।

১০. জিভে এক ফোঁটা ভিনিগার দিলে এই সমস্যা বন্ধ হয়।

উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিত্‍সাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিত্‍সকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

রাজশাহীর সময় /এএইচ