৪ লাখ টাকার বিনিময়ে নিজের ২১ দিনের শিশু কন্যাকে বিক্রি করার অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে। রূপালি মণ্ডল নামে ওই মহিলাকে গত ১ অগস্ট আনন্দপুরের নোনাডাঙা গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনারই তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ।
পুলিশের দাবি, আইভিএফ সেন্টারের আড়ালে শুধু শিশু পাচারই নয় পাচারকারীদের দৌলতে রীতিমতো গর্ভ ভাড়া দেওয়ার চক্রও গজিয়ে উঠেছে! কলকাতায় এরকম অন্তত ১০০ জন ‘সারোগেট’ মায়ের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
ধৃত রূপালি মণ্ডলকে জেরা করে শিশু পাচার চক্রের অন্যতম মাথা মমতা পাত্র সহ আরও দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করেই এবার শিশু পাচার চক্রের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত থাকা এই ‘সারোগেট’ মা’দের সন্ধান পেয়েছে পুলিশ। শুধু গর্ভ ভাড়া দেওয়ায় নয়, জন্মগ্রহণের পর সদ্যজাতকে হাতবদলের কাজে যুক্ত থাকা কিছু এজেন্টের খোঁজ পেয়েছে পুলিশ।
পাচার চক্রের অন্যতম মাথা মমতা পাত্রকে নিয়ে শুক্রবার পূর্ব কলকাতার আনন্দপুরের একটি আইভিএফ সেন্টারে তল্লাশি চালান আনন্দপুর থানার আধিকারিকরা। পুলিশের দাবি, সেখানেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা সারোগেটেড মা হিসাবে কাজ করার পাশাপাশি ডিম্বানু দানের নামে আইভিএফ সেন্টারে সন্তানও বিক্রি করত।
মূলত, ৫০ হাজার টাকার বিনিময়ে নিম্নবিত্ত পরিবারের মহিলাদের ‘গর্ভ’ ভাড়া নেওয়া হত। এভাবেই প্রায় ১০০ জন মহিলাকে ‘সারোগেট’ মা হিসেবে ব্যবহার করছিল চক্রের পান্ডারা। সূত্রের খবর, এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে আনন্দপুরের ওই আইভিএফ সেন্টারের চিকিৎসকদেরও জেরা করছেন তদন্তকারীরা।