২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৯:৪৮:৩১ পূর্বাহ্ন


সাতক্ষীরা সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৩
সাতক্ষীরা সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, গ্রেফতার ১ সাতক্ষীরা সীমান্তে গ্রেফতার মোস্তাফিজুর রহমান এবং জব্দ করা চার স্বর্ণের বার। ছবি: সময় সংবাদ


সাতক্ষীরায় সীমান্ত থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দের দাবি করে করেছে বিজিবি। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারীর কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান সদর উপজেলার কালিয়ানী গ্রামের মো. শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তে সন্দেহ হলে মোস্তাফিজুরকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে আভিযানিক দল তার দেহ তল্লাশি করে ডান পায়ের জুতার ভিতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বারের পাঁচটি টুকরা উদ্ধার করে।

শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা বলে বিজিবি এজাহারে উল্লেখ করেছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।