২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৫৭:২০ অপরাহ্ন


ইউক্রেনে প্রথম হতাহতের কথা স্বীকার চেচেন নেতার
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
ইউক্রেনে প্রথম হতাহতের কথা স্বীকার চেচেন নেতার ফাইল ফটো


ইউক্রেন যুদ্ধে চেচেন বাহিনীর হতাহতের কথা স্বীকার করেছেন ক্রেমলিনপন্থী চেচনীয় নেতা রমজান খিদিরভ।

মঙ্গলবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, চেচেন প্রজাতন্ত্রের স্বদেশীয়দের মধ্যে কেউ কেউ হতাহত হয়েছেন।

দুজন নিহত ও ছয়জন আহত হওয়ারও খবর দিয়েছেন তিনি। তবে এই যুদ্ধে হতাহতদের নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবগত করা হয়েছে।

এর আগে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমাদের যোদ্ধাদেরও মোতায়েন করেছি। ইতিমধ্যে ইউক্রেনের একটি সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে চেচনীয় বাহিনী।

রুশ প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলীয় এই নেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন গুরত্বপূর্ণ মিত্র।

আগ্রাসনকে ন্যায্যতা দিতে গিয়ে তিনি বলেন, মস্কোর শত্রুরা যাতে ইউক্রেনের ভূমি ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতেই ইউক্রেনে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, রমজান খিদিরাভের অনুগত চেচনীয় যোদ্ধাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

রাজশাহীর সময় /এএইচ