২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩০:০১ অপরাহ্ন


লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সামরিক অভিযান চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সামরিক অভিযান চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী ফাইল ফটো


কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে। তবে ইউক্রেনে সামরিক অভিযান চালালেও দেশটি দখলের পরিকল্পনা নেই রাশিয়ার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক নিউজ।

এদিকে, জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাধারণ পরিষদকে বলেছেন, ইউক্রেন দখল করাটা আমাদের পরিকল্পনার অংশ নয়। বিশেষ এই অভিযানের উদ্দেশ্য হলো সেই সব মানুষকে রক্ষা করা, যারা আট বছর ধরে কিয়েভ সরকারের নৃশংসতা ও গণহত্যার শিকার। এ জন্যই ইউক্রেনকে নিরস্ত্র করা প্রয়োজন।

কিয়েভ সরকার কর্তৃক সংঘটিত ভয়াবহ অপরাধের উদাহরণ হিসেবে ইউক্রেনে মার্কিন-সমর্থিত অভ্যুত্থানের প্রতিবাদকারী মানুষদের হত্যার কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। ওডেসার ভবনে ৪০ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, এ ঘটনায় রুশ নাগরিকসহ যারা নৃশংসতা চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে চায় মস্কো।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ সাঁজোয়া বহর পৌঁছে গেছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। কিয়েভ দখলের লক্ষ্যে প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহইট পাঠিয়েছে রাশিয়া

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও রাজধানী কিয়েভের মধ্যবর্তী অঞ্চল অখতিরকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে রুশ সেনারা। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমত্র জিভিতস্কাই সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছেন।

রাজশাহীর সময় /এএইচ