২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:২০:০৭ পূর্বাহ্ন


সমাবেশের অনুমতি পেয়ে সংবাদ সম্মেলনে যা বলল বিএনপি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৩
সমাবেশের অনুমতি পেয়ে সংবাদ সম্মেলনে যা বলল বিএনপি সমাবেশের অনুমতি পেয়ে সংবাদ সম্মেলনে যা বলল বিএনপি


বিএনপির কর্মসূচি দেখেই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বিএনপি কখনো অশান্তির রাজনীতি করে না। আমরা যখন আগামীকাল (শুক্রবার) কর্মসূচি দিয়েছি তখন তারা (সরকারি দল) পাল্টা কর্মসূচি দিয়েছে।’

বিএনপি এ দেশের রাজপথে গড়া দল।

তাই কয়েক ঘণ্টার মধ্যে দলটি লাখো লোকের সমাগম ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি রাজপথে গড়া দল। বেগম খালেদা জিয়ার পরিচালিত ও তারেক রহমানের নেতৃত্ব দেওয়া একটি দল।

কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি কয়েক লাখ লোক সমবেত করতে পারবে।

বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সমাবেশের অনুমতি পেয়েই বিকেল ৫টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।