২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:৫০:২৪ অপরাহ্ন


টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল) শুরু
ক্রিড়া ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল) শুরু টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) শুরু


সাইফের নাইজেরিয়ান ফুটবলার ইমেকার হ্যাট্রিক১মার্চ -২২,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল)এর ১ম পর্বের খেলায় গতকাল সাইফ স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার ইমেকার হ্যাট্রিকের সুবাদে ৫-১ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে।

বিকেল ৩ টায় খেলা শুরু  হলে সাইফ স্পোর্টিং এর  রুয়ান্ডার ফুটবলার খেলার ১৫ মিনিটের মাথায় ১টি গোল করে যাত্রা শুরু করে। এছাড়া একুই ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার ৩৫ মিনিটের মাথায় ১টি গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় । একচেটিয়া প্রাধন্য বিস্তার করে খেলতে খেলতে আবারো ৪৭ মিনিটের মাথায় সাইফ এর উজবিকাস্তিানের খেলোয়াড় আশরোর গোফরোব আরো ১টি গোল করেন ফলে ৩-০ গোলে এগিয়ে থাকে তারা। এদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘের উজবেকিস্তানের ফুটবলার সুযোগ পেয়েই ৪৯ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করেন। এর পর তারা গোল দেয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয় বার বার। সাইফ স্পোর্টিং এর নাইজেরিয়ান ফুটবলার ইমেকা আবারো সুযোগ পেয়ে ৭০ ও ৭৯ মিনিটে আরো ২টি গোল করে হ্যাট্রিকের খাতায় নাম লিখায়। তার কিছুক্ষন পরেই রেফারী বাশিঁ বাজিয়ে খেলার সমাপ্তি টানেন।  আজকের খেলায় বাংলাদেশ পুলিশ ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অংশ নেবে । 

রাজশাহীর সময় / এম জি