বিয়ে করতে গিয়ে বরের স্থানে বরের বাবা। অস্ট্রেলিয়ার কিমের সঙ্গে ঘটেছে এই ঘটনা। এমন অদ্ভুত ঘটনা সচরাচর শোনাই যায় না। যুবতীর বিয়েতে এত বড় সমস্যা দেখা দিল যে ভুল করে শ্বশুরকেই বিয়ে করে ফেললেন।
এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্রেকফাস্ট রেডিও শো ‘ফিটজি অ্যান্ড উইপ্পা উইথ কেট রিচি’-এর হোস্ট এক মহিলার কাছ থেকে ফোন পান। এই শোতে মহিলারা তাঁর বিয়ের অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নেন। কিম নামের ওই যুবতীর গল্প শুনে সবাই অবাক হয়েছেন। শুধু তাই না হাসতেও বাধ্য হয়েছেন। তিনি জানান, তাঁর কোর্ট ম্যারেজ হলেও বিয়ে সময় বড় রকমের ঝামেলা হয়েছিল, তাও একটা সই-এর কারণে।
তিনি জানান, তিনি ও তাঁর স্বামী কোর্ট ম্যারেজ করার কথা ভেবেছিলেন। তাঁদের দু’জন সাক্ষীর প্রয়োজন ছিল। তাঁদের বিয়েতে সাক্ষী দেওয়ার জন্য কিমের মা এবং তাঁর বরের মায়ের আসার কথা ছিল। প্রথমে ছেলেটির মা আসার কথা থাকলেও পরে তিনি তাঁর স্বামীকে সাক্ষী হতে বলেন। সেই অনুযায়ী বর কিমের মা ও তাঁর বাবা উপস্থিত ছিলেন।
এরপর নিয়ম মেনে শুরু হয়ে যায় বিয়ে। তারপর আদালতে কাগজপত্রে স্বাক্ষর করলে দেখা যায় এক বিরাট ভুল হয়েছে। যেখানে সাক্ষীদের স্বাক্ষর করতে হয়, সেখানে কিমের শ্বশুর স্বাক্ষর না করে ভুলবশত স্বামীর স্বাক্ষরের জায়গায় সই করেন বরের বাবা। বর আগেই সই করে রেখেছিল, শ্বশুর তার উপর সই করেন। অর্থাৎ, কিম আইনত দুই পুরুষকে বিয়ে করেছিলেন।
রোডিও শোয়ের হোস্টও কিমের গল্প শুনে অবাক হয়েছিলেন। কিন্তু এর পরেই কিম সবকিছু পরিষ্কার করে বলেন, আইনি কাগজপত্রে নয়, শ্বশুর-শাশুড়ি সার্টিফিকেটে সই করেছেন। এর মানে হল যে তিনি বিবাহের শংসাপত্রে তার পুত্রবধূর স্বামীও, তবে বিবাহ সম্পর্কিত আইনি কাগজপত্রগুলিতে শ্বশুরের স্বাক্ষর নেই।