২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:০৯:৩০ অপরাহ্ন


ইউক্রেনের ‘পাশে’ দাঁড়িয়ে রাশিয়াকে হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
ইউক্রেনের ‘পাশে’ দাঁড়িয়ে রাশিয়াকে হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের ইউক্রেনের ‘পাশে’ দাঁড়িয়ে রাশিয়াকে হুঁশিয়ারি রাষ্ট্রসংঘের


রাশিয়ার উদ্দেশে কড়া ভাষা প্রয়োগ করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল অ্যান্টনিও গুতেরেজ। তিনি বললেন, যথেষ্ট হয়েছে। অবিলম্বে ফৌজিদের ব্যারাকে ফিরে যেতে হবে। প্রাণ রক্ষা করতে হবে সাধারণ নাগরিকদের। 

সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ১১ তম জরুরি অধিবেশনের শুরুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। সেই অধিবেশনে গুতেরেজ বলেন, ‘ক্রমবর্ধমান হিংসার কারণে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে। যথেষ্ট হয়েছে। ফৌজিদের ব্যারাকে ফিরে যেতে হবে। রক্ষা করতে হবে সাধারণ নাগরিকদের।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করে গুতেরেজ জানান, পূর্ব ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশকে সাহায্য প্রদান করে যাবে রাষ্ট্রসংঘ। তিনি বলেন, ‘ত্রাণ অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিই একমাত্র সমাধানের পথ। আমি ইউক্রেনের প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছি যে রাষ্ট্রসংঘ সাহায্য করে যাবে। রাষ্ট্রসংঘ তাদের ছেড়ে দেবে না। তাদের সাহায্য প্রদান করতে থাকবে।’

তারইমধ্যে সোমবার বেলারুশ সীমান্তে গোমেল টাউনে ইউক্রেন এবং রাশিয়ার আলোচনায় বসেছিল। দীর্ঘ বৈঠকের পর 'দ্বিতীয় পর্যায়ের' শান্তি আলোচনায় রাজি হল ইউক্রেন এবং রাশিয়া। সেই দ্বিতীয় বৈঠকের আগে নিজেদের দেশের উচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিরা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসি়ডেন্টের উপদেষ্টাকে উদ্ধৃত করে জানায় আরআইএ নিউজ এজেন্সি। রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, পোল্যান্ড-বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার বৈঠক হবে। মেদিনস্কিকে উদ্ধৃত করে স্পুটনিকে বলা হয়েছে, 'আমরা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে একমত হয়েছি।' তবে বৈঠকে কী কী আলোচনা হয়েছে, তাতে নির্দিষ্টভাবে কোনও ইতিবাচক দিক উঠে এসেছে, তে বিষয়ে প্রাথমিক রাশিয়া বা ইউক্রেনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

রাজশাহীর সময় / এম আর