মায়ের ভয়ে ৫ তলা থেকে ঝাঁপ দিল ৬ বছরের শিশু। এই ভিডিও সাড়া ফেলে দিয়েছে নেট মাধ্যমে। চিনের এই ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব বিশ্ব।
মায়ের কাছে বকা খাচ্ছিল শিশুটি। মারের হাত থেকে বাঁচতে ৫ তলা থেকে ঝাঁপ দেয়। এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় নেট মাধ্যমে। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। চিনে আরও কঠোর শিশু সুরক্ষার আইনের প্রয়োজন এমনও দাবি করেন অনেকে।
সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদন থেকে যায় যে এই ঘটনাটি গত ২৫ জুন পূর্ব চীনের আনহুই প্রদেশে ঘটেছে। এসসিএমপি অনুসারে, একটি ৬ বছর বয়সী ছেলে লাঠির মারের ভয়ে ঘর থেকে পালিয়ে জানলা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রক ইউনিটে ঝাঁপ দেয়।
দৃশ্যটি দেখার পরে শিশুটিকে মারধর করতে বারণ করেন প্রতিবেশীরা।তবে তার আগেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। ভয়ে শীতাতপ নিয়ন্ত্রক ইউনিট থেকে নিচে ঝাঁপ দেয় শিশুটি।
এই ভয়ঙ্কর ঘটনাটি ক্যামেরা বন্দি করেছিলেন এক প্রতিবেশী। ইতিমধ্যেই সেই ভিডিও চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে ১০ মিলিয়ন ভিউজ পেয়েছে।
শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোনও মতে প্রাণ বাঁচানো গিয়েছে শিশুটির। গুরুতর জখম অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন এই ৬ বছরের শিশু পুত্র।
ওয়েইবো পোস্টের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শিশুটি যাতে উপর থেকে না ঝাঁপ দেয় তার জন্যই তাকে মারধর করছিলেন তার মা। তবে এই তথ্য অনেকেই বিশ্বাস করেননি। কোনও মতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনই ধারনা নেটিজেনদের।