০১ মে ২০২৪, বুধবার, ১১:০৬:৪৪ পূর্বাহ্ন


রাজশাহী-সহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৩
রাজশাহী-সহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজশাহী-সহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


রাজশাহী-সহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

রোববার (২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের এক সতর্কবার্তা অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুমিল্লা, নোয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে, শনিবার রাত পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮২ মিলিমিটার।