২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৪৯:৩৬ অপরাহ্ন


টানা পাঁচ জয় জিম্বাবুয়ের
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২৩
টানা পাঁচ জয় জিম্বাবুয়ের ছবি: সংগৃহীত


দুর্দান্ত ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে। দীর্ঘদিন খর্বশক্তি হয়ে থাকা দলটি চলতি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দেখাচ্ছে নিজেদের শক্তিমত্তা। ইতোমধ্যেই তারা টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ওমানের বিপক্ষে ৭ উইকেটে ৩৩৩২ রানের পাহাড় গড়ে জিতেছে ১৪ রানে। ১৪২ রানের ইনিংস খেলেছেন শন উইলিয়ামস।

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা শন উইলিয়ামস তিনে নেমে আরও একটি অবিশ্বাস্য ইনিংস উপহার দেন। তার ১০৩ বলে ১৪২ রানের ঝড়ো ইনিংসে ছিল ১১৪টি চার এবং তিনটি ছক্কার মার।

এই নিয়ে বাছাইপর্বে তিনটি সেঞ্চুরি করলেন ৩৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার।

ওমানের বিপক্ষে জয়ের পর ক্রেইগ আরভিন–সিকান্দার রাজাদের পয়েন্ট হলো ৬। আর এক ধাপ পেরেলোই ৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাবর্তন হবে জিম্বাবুয়েনদের। তাদের বাকি দুই ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ডের বিপক্ষে।

এর একটি জিতলেই জিম্বাবুয়ের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। রানরেট ভালো থাকায় দুই ম্যাচ হারলেও তাদের বিশ্বকাপ খেলা নিয়ে খুব একটা সংশয় থাকবে না।