১৯ মে ২০২৪, রবিবার, ০৭:২৫:৩৩ অপরাহ্ন


গোমাংস পাচারের অভিযোগে গণপিটুনিতে ৩২ বছরের যুবক নিহত
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৩
গোমাংস পাচারের অভিযোগে গণপিটুনিতে ৩২ বছরের যুবক নিহত গোমাংস পাচারের অভিযোগে গণপিটুনিতে ৩২ বছরের যুবক নিহত


ফের মহারাষ্ট্রে গোমাংস পাচার করার অভিযোগে দুই ব্যক্তিকে মারধরের পর এক যুবকের মৃত্যু হয়েছে । অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আফান আনসারি (৩২) নামের ওই যুবক একটি গাড়ি বোঝাই করে মাংস নিয়ে যাচ্ছিলেন। সেই মাংসই গোমাংস বলে সন্দেহ করে তাঁর ওপর চড়াও হয় এক দল দুষ্কৃতী। আফান এবং তাঁর সঙ্গী দু’জনকেই ধারাল অস্ত্র দিয়ে ব্যপক কোপানো হয় । 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশবাহিনী। সাব ইন্সপেক্টর সুনীল ভামরে বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি গুরুতর জখম অবস্থায় সেখানে পড়ে আছেন দুই ব্যক্তি।’ এরপর পুলিশের পক্ষ থেকেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মারা যান আফান। অন্য জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। 

এই ঘটনায় ১০ সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। আহত ব্যক্তির বক্তব্যের ওপর ভিত্তি করে মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তবে এই মাংস আদৌ গোমাংস নাকি অন্য কোনও প্রাণীর মাংস তা ফরেন্সিক তদন্তের পরেই জানা যাবে