২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০২:৫০:৪৮ অপরাহ্ন


রাশিয়ার বিপক্ষে খেলবেন না লেভান্ডভস্কিরা
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২২
রাশিয়ার বিপক্ষে খেলবেন না লেভান্ডভস্কিরা ফাইল ফটো


ইউক্রেনের মাটিতে যুদ্ধ বাধিয়ে রাশিয়া অন্তত খেলার জগতে বেশ তোপের মুখেই পড়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবার হওয়ার কথা ছিল রাশিয়ার শহর সেইন্ট পিটার্সবুর্গে, সেটা গতকাল সেখান থেকে সরিয়ে প্যারিসে নিয়ে গেছে উয়েফা। বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে রাশিয়ার মুখোমুখি হওয়ার কথা পোল্যান্ডের। এবার রবার্ট লেভান্ডভস্কির পোল্যান্ডও জানাচ্ছে, রাশানদের বিপক্ষে খেলবে না দলটি। শুধু তাই নয়, এই সূচিটি নিয়ে  ফিফাকে শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য চাপও দিচ্ছে পোলিশরা।

আসছে মাসে মাঠে গড়ানোর কথা বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালের। আগামী ২৪ মার্চ রাশিয়ার মাটিতে তাদের মুখোমুখি হওয়ার কথা লেভান্ডভস্কির পোল্যান্ডের।

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান চেজারি কুলেসজা এ বিষয়ে বলেছেন, ‘আর কোনো কথা নয়, এখন করে দেখানোর সময়। ইউক্রেনের ওপর রাশান ফেডারেশনের আগ্রাসনের ফলে পোলিশ জাতীয় দল রাশিয়ার বিপক্ষে প্লে অফ ম্যাচটা খেলার ইচ্ছা পোষণ করছে না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। আমরা সুইডেন, চেক প্রজাতন্ত্রের ফেডারেশনের সঙ্গে কথা বলছি যেন ফিফার কাছে একটা সম্মিলিত একটা অনুরোধ উত্থাপন করা যায়।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য বৃহস্পতিবার রাতেই বলেছিলেন, ‘আমরা এই পরিস্থিতিটা নজরে রাখছি। বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আমরা শিগগিরই একটা সিদ্ধান্তে পৌঁছাবো। দরকার পড়লে নতুন সিদ্ধান্তও নেওয়া হবে।’

দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, কর্তাব্যক্তিদের মধ্যকার দফায় দফায় আলোচনা চলেছে এ বিষয়ে। তবে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো জানানো হয়নি ফিফার পক্ষ থেকে।

ফেডারেশনের সিদ্ধান্তে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন লেভান্ডভস্কি। ব্যক্তিগত টুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর খেলাটা যা তুলে আনে, একটা যুদ্ধ তার ঠিক উল্টোটা করে। যারা স্বাধীনতা ও শান্তিকে সমর্থন দেয়, এখনই তাদের ইউক্রেনে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মোক্ষম সময়।’

তিনি আরও যোগ করেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে আমি আমার সতীর্থদের সঙ্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে আলোচনা করব, যেন সবাই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়। এরপর পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সামনে বিষয়টি যত দ্রুত সম্ভব উপস্থাপন করা হবে।’

ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইতোমধ্যেই পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র একটা খোলা চিঠি দিয়েছে ফিফাকে। যেখানে অতিসত্বর বিশ্বকাপের প্লে অফের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ