২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০২:৪৪:৫৩ অপরাহ্ন


কিয়েভে ঘন ঘন বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২২
কিয়েভে ঘন ঘন বিস্ফোরণ ফাইল ফটো


ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সেনা ঘাঁটিতে হামলা করেছে রুশ বাহিনী। সেখানে ব্যাপক গোলাবর্ষণ বিস্ফোরণের তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার সৈন্যরা হামলা চালিয়েছে। তবে ইউক্রেন সে হামলা প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা বলেছে যে রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্র থেকে কিছুটা দুরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে কোথায় বিস্ফোরণ ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রুশ সেনাদের হামলা শুরুর পর ৪৮ ঘণ্টারও কম সময়ে ইউক্রেনের ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

রাজশাহীর সময় /এএইচ