বরিশালে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তারা নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করেন।
শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ সমাবেশ শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা এতে উপস্থিত ছিলেন।
এ সময় দলটির নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের লোকজন রক্ত ঝরিয়েছে। যত দিন এ সরকারের পতন না হবে, প্রয়োজনে তত দিন আন্দোলন চালিয়ে যাব।
এদিন জুমার নামাজের আগে থেকে বায়তুল মোকাররম এলাকায় ইসলামী দলটির নেতাকর্মীরা আসতে শুরু করেন। নামাজের পরপরই নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় বায়তুল মোকাররম এলাকা।
তাদের কর্মসূচিকে কেন্দ্র করে শক্ত অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।
গত সোমবার (১২ জুন) দুপুরে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হাজেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে।