২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:২০:১১ অপরাহ্ন


চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরলো রাশিয়া থেকে
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২২
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরলো রাশিয়া থেকে ফাইল ফটো


দুই প্রতিবেশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর পরই গুঞ্জন ওঠে রাশিয়া থেকে সরানো হতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য পূর্ব নির্ধারিত ভেন্যু। গতকাল বৃহস্পতিবার থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। সেই প্রেক্ষিতে জরুরি বৈঠকের ডাক দেয় উয়েফা।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

রাশিয়ায় অনুষ্ঠিত হবে না চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এটি সরিয়ে ফাইনালের নতুন ঠিকানা এখন ফ্রান্স।

আগামী ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনায়। এখন সেটি অনুষ্ঠিত হবে প্যারিসে অবস্থিত ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম, স্তাদে দে ফ্রান্সতে।

রাজশাহীর সময় /এএইচ