২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৫০:২৫ পূর্বাহ্ন


রাজশাহীতে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী
কোর্ট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৩
রাজশাহীতে মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী ফাইল ফটো


রাজশাহীতে মিথ্যা মামলা করায় এক নারীর তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ মে) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোসা. রীতা বেগম রাজশাহী জেলার বাঘা উপজেলার চক পিংসা গ্রামের মো. জুয়েলের মেয়ে।

রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুননাহার মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদী ও আসামিপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করা ও তারা যেন জমি ছেড়ে যেতে বাধ্য হন এজন্যই ২০১১ সালের আগস্ট মাসে রীতা তার স্বামী ও শ্বশুরের কুপরামর্শে মামলা করেন। সেই মামলায় তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার আসামি আবু সাঈদ সম্প্রতি খালাস পান। এর পর তিনি ১৭ ধারার বিধান মতে মিথ্যা মামলার বিরুদ্ধে আদালতে আবেদন করেন।

অ্যাডভোকেট মুক্তি বলেন, অভিযোগ পাওয়ার পর আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর সেটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর সোমবার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আদালত মিথ্যা মামলা করায় ওই নারীকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।