২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৫৬:৩২ অপরাহ্ন


সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়লেন আফিফ-মিরাজ
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০২-২০২২
সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়লেন আফিফ-মিরাজ ফাইল ফটো


সপ্তম উইকেটের জুটিতে রেকর্ড গড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ। দুজনে যোগ করেন ১৭৪ রান। ওয়ানডে ইতিহাসে সপ্তম উইকেটে বাংলাদেশের প্রথম ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।

২১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন তারা। দেশের হয়ে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি গড়ার মধ্যদিয়ে তারা দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন। শেষ পর্যন্ত আফিফ হোসেন ৯৩ ও মেহেদি হাসান মিরাজ ৮১ রানে অপরাজিত থাকেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে সপ্তম উইকেটে ১২৭ রান ছিল ইমরুল কায়েস-সাইফ উদ্দিনের। তারা ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে এই জুটি গড়েছিলেন। আজ তাদের পেরিয়ে গেছেন আফিফ-মিরাজ।

সপ্তম উইকেটের জুটিতে রেকর্ড ১৭৭ রান করেছিলেন ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ। ২০১৫ সালের ৯ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা এই রান করেন। 

রাজশাহীর সময় /এএইচ