১৯ মে ২০২৪, রবিবার, ১১:৫৩:০০ অপরাহ্ন


চেন ছিনতাই: উদ্ধার হলো পাকস্থলী থেকে
সুমাইয়া তাবাস্সুম:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২৩
চেন ছিনতাই: উদ্ধার হলো পাকস্থলী থেকে চেন ছিনতাই: উদ্ধার হলো পাকস্থলী থেকে


অবসর সময় কাটাতে সমুদ্রের পাড়ে বসেছিলেন মহিলা৷ আচমকাই ঘটল বিপত্তি৷ এক ছিনতাইবাজ এসে মহিলার গলা থেকে দামি সোনার চেন টেনে নিয়ে পালাল৷এ পর্যন্ত ঠিকই ছিল৷ কারণ মহিলাদের গলা থেকে এমন চেন ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়৷ বিশ্বের প্রায় সর্বত্রই এমনটা ঘটে৷ কিন্তু ব্রাজিলের সাও পাওলোর এই ঘটনায় ছিনতাইয়ের কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে ধরে ফেলেও প্রথমে সোনার চেনের খোঁজ পায়নি পুলিশ৷ শেষে এমন জায়গায় সেই চেন মিলল, যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরাও৷

ঘটনাটি সাও পাওলোর একটি সমুদ্র সৈকতের৷ জানা গিয়েছে, ওই মহিলা যখন সৈকতে বসেছিলেন তখনই এক ছিনতাইবাজ তাঁর গলা থেকে চেন টেনে নিয়ে পালায়৷ চিৎকার করে ওঠেন মহিলা৷ বিষয়টি জানতে পেরেই অভিযুক্তের পিছু নেয় পুলিশ৷ মহিলা জানান, অভিযুক্ত ১৬-১৭ বছরের এক কিশোর৷

কিছুক্ষণের মধ্যেই ওই অভিযুক্ত কিশোরের নাগাল পেয়ে যায় পুলিশ৷ কিন্তু তার শরীরে তল্লাশি করেও সোনার চেনের খোঁজ মেলেনি৷ ওই কিশোরের বন্ধুদের তল্লাশি করেও মেলেনি চেন৷ এর পরেই প্রত্যেককের শরীরের এক্স রে করায় পুলিশ৷ তখনই দেখা যায়, অভিযুক্তদের মধ্যে একজনের পাকস্থলীতে ওই চেন রয়েছে৷ পুলিশকর্মীরা বুঝতে পারেন, চেন লুকোতে সেটি গিলেই ফেলেছে ওই অভিযুক্ত৷

এর পরই অভিযুক্তরে পাকস্থলী থেকে চেন বের করে আনার প্রক্রিয়া শুরু করে পুলিশ৷ দায়ের হয় মামলাও৷ ব্রাজিলের সাও পাওলো এমনিতেই অপরাধপ্রবণ শহর৷ কিন্তু এভাবে চেন ছিনতাই করে গিলে ফেলার ঘটনা পুলিশকেও অবাক করে দিয়েছে৷