২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:১৮:১৫ অপরাহ্ন


র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৩
র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ফাইল ফটো


র‌্যাব হেফাজতে মৃত নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন নগর পুলিশের উপ-কমিশনার বরাবর ও রাজপাড়া থানায় জমা দিয়েছে চিকিৎসক দল।

রোববার (২ এপ্রিল) বিকেলে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় রক্তক্ষরণ থেকে হওয়া শকে মৃত্যু হয় জেসমিনের। শরীরে দুটি জখম থাকলেও তা মৃত্যুর কারণ নয়।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন বলেন, ৩ সদস্যের দল একমত হয়ে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করেছেন রক্তক্ষরণ থেকে শক হয়ে জেসমিন মারা গেছেন। হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে মাথার রক্তনালী ফেটে রক্তক্ষরণ হয়েছে বলে জানান ফরেনসিক বিভাগের প্রধান এই চিকিৎসক।

তিনি জানান, নিহতের কপালের বাম পাশে ২ দশমিক ৫ সেন্টিমিটার ও ডান হাতের কুনুইয়ের ভিতর ২ সেন্টিমিটার জখম ছিল। কিন্তু সেটা কোনভাবেই মৃত্যুর কারণ নয়।

পুলিশ এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন দ্রুতই উচ্চ আদালতে পাঠাবেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ২২ মার্চ সকালে জেসমিনকে নওগাঁ থেকে আটক করা হয়েছিল স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হকের অভিযোগের ভিত্তিতে এবং তার উপস্থিতিতে।

আটকের পর চিকিৎসাধীন অবস্থায় জেসমিন মারা গেলে এনামুল হক নগরীর রাজপাড়া থানায় ডিজিটাল আইনে মামলা করেন।