টাঙ্গাইলের কালিহাতীতে বউভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল রেলপথের উপজেলার হাতিয়া এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলা সাতুটিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে বাকপ্রতিবন্ধী মাসুম (৩০) এবং একই গ্রামের নঈম উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪৫)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নিহতদের আত্মীয় আব্দুল জলিল বলেন, মাসুমের বোনের বিয়ের বউভাত অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে ফেরার সময় হাতিয়ার অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত মাসুম বাকপ্রতিবন্ধী। মোতালেব হোসেন মাসুমের মামাতো বোনের স্বামী। এ ঘটনায় বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, ট্রেন কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ