২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৫৬:১৪ অপরাহ্ন


ফের জঙ্গি হামলা পাকিস্তানে, মসজিদের পর এবার নিশানায় থানা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
ফের জঙ্গি হামলা পাকিস্তানে, মসজিদের পর এবার নিশানায় থানা ফাইল ফটো


ফের জঙ্গি হামলা পাকিস্তানে। মসজিদের পর এবার থানায় হামলা চালাল জঙ্গিরা। পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ২০-২৫ জন জঙ্গি মিয়াঁওয়ালি থানা ঘিরে ফেলে। এরপর থানায় ঢুকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

আচমকা এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পাল্টা জবাব দেয় তারা। দু'পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। পাল্টা আক্রমণের মুখে পড়ে থানা ছেড়ে পালায় জঙ্গিরা। পাঞ্জাব পুলিশের জানানো হয়েছে, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। তাদের যোগ্য জবাব দিয়েছেন পুলিশকর্মীরা। পালটা গুলিতে বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পাক পুলিশের তদন্তে উঠে এসেছে, কাউকে বার্তা দিতে নয়, বদলা নিতেই পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জঙ্গিবিরোধী কার্যকলাপ চালানো পুলিশের মনোবল ভেঙে দেওয়াই এই হামলার উদ্দেশ্য ছিল বলে মনে করছে পেশোয়ার পুলিশ।