২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:১৬:০৯ অপরাহ্ন


সিনেগগে হামলা বন্দুকবাজের, মৃত অন্তত ৭
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
সিনেগগে হামলা বন্দুকবাজের, মৃত অন্তত ৭ ফাইল ফটো


ইজরায়েলের একটি উপাসনালয়ে হামলা চালাল বন্দুকবাজ।

রাজধানী জেরুজালেমের কাছেই একটি সিনেগগে (ইহুদি উপাসনালয়) এই হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে মারা যান অন্তত সাত জন। হামলায় গুরুতর আহত অন্তত তিনজন। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজকে খতম করা হয়েছে।

ইজরায়েলের রাজধানী জেরুজালেমের একটি উপাসনালয়ে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ এক বন্দুকবাজ আচমকাই ঢুকে পড়ে। সিনেগগের ভিতরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ।

ইজরায়েল পুলিশ বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জেরুজালেমের নেভে ইয়াকভ বলেভার্ডে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের গুলিতে খতম হয়েছে বন্দুকবাজও।

সূত্রের খবর, একটি সাদা রংয়ের গাড়ি চালিয়ে উপাসনালয়ের সামনে এসেছিল ওই বন্দুকবাজ। প্রার্থনা শেষে লোকজন যখন উপাসনালয় থেকে বেরোচ্ছিল, তখনই এলোপাথাড়ি গুলি চালায় ওই বন্দুকবাজ। ইজরায়েল সরকার এই হামলাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে।