২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৫:৪৬:২৩ অপরাহ্ন


এবার জিপিএ ৫ বেড়েছে ২৭ হাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২২
এবার জিপিএ ৫ বেড়েছে ২৭ হাজার ফাইল ফটো


২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতবারের চেয়ে এবার জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৬২।

জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৯হাজার ১৬৯ জন। গতবছর এই সংখ্যা ছিলো ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, কোভিড-১৯ অতিমারীর মধ্যেই শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল করেছেন। এজন্য তাদেরকে অভিনন্দনও জানান তিনি।

এর আগে গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৫.২৬ শতাংশ। একজন ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ টি।

৯ টি সাধারণ বোর্ডে পাসের হার ৯৫.৫৭ হাজার, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ- পেয়েছে ৪ হাজার ৮৭২জন। কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন।

রাজশাহীর সময় / এফ কে