আইপিএলের ১৫তম আসরে দল পেলেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দুই কোটি রুপি তে দলে ভেরালো দিল্লি ক্যাপিটালস।
শনিবার সন্ধ্যায় পেসারদের ব্যাচে নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।
এই ব্যাচের বাকিদের নিয়ে রীতিমতো কাড়াকাড়িই পড়ে গিয়েছিলো নিলামে। সেই তুলনায় ব্যাচের শেষ নিলামে মুস্তাফিজুর রহমানকে অনেকটা সহজেই পেয়ে গেছে দিল্লি। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে প্রথম হাঁকটা ছিলো তাদের। সেটাই হয়ে রইলো শেষ। তাই নির্ঝঞ্ঝাটেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে দলটি।
আসছে মৌসুমে দিল্লিতে খেলবেন তিনি। যার ফলে আসছে মৌসুম নিয়ে আইপিএলের পাঁচ আসরে এ নিয়ে চতুর্থ দলটিতে দলে খেলবেন মুস্তাফিজ।
২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন তিনি। সে মৌসুমে সান রাইজার্স হায়দরাবাদ দলে টেনে নেয় তাকে। প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নেন। দলের শিরোপা জয়ে এমন ভূমিকা রেখে তিনি বনে যান আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। পরের মৌসুমেও ছিলেন হায়দরাবাদেই। তবে সে মৌসুমে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে টেনেছিল তাকে। সে মৌসুমেও ঠিক আলো কেড়ে নিতে পারেননি তিনি। খেলেছেন ৭ ম্যাচে, পেয়েছেন সাতটি উইকেট। এরপরের বছর নিলামে তাকে আর ধরে রাখেনি মুম্বাই।
রাজশাহীর সময় / এফ কে