২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৭:৪৭ অপরাহ্ন


কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্নহত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২২
কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্নহত্যা কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূর আত্নহত্যা


পাবনায় আটঘরিয়ায় সমিতি থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সিমা (৩০) নামে এক গৃহবধূ গাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সিমা মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার বাবার নাম আজগর আলী। তিনি দুই সন্তানের মা।

মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির ঋণের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারিক ঝগড়া সৃষ্টি হয়। মূলত মেয়েটা অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। 

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বাবা-মায়ের ওপর অভিমান করে গালায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যা হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।