২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০১:০০:৩১ অপরাহ্ন


সিংড়ায় ট্রাকের ধাক্কার সিএনজি চালক নিহত
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২২
সিংড়ায় ট্রাকের ধাক্কার সিএনজি চালক নিহত ফাইল ফটো


নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম মো. রফিকুল ইসলাম (৩৭)। তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আব্দুর সোবাহানের ছেলে।  এঘটনায় আহত হয়েছেন বুলবুল ও আশিকুর রহমান নামের আরও দুই যুবক। তাদের বাড়ি একই গ্রামে।

স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করে বাড়ি ফেরার পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম মুচিপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় সিএনজি অটোরিকশাকে। এসময় সিএনজি চালক সহ ৩ জন গুরুত্ব আহত হলে  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত  বুলবুল ও আশিকুর রহমান নামের দুই যুবককে    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।