১৭ মে ২০২৪, শুক্রবার, ০৮:১৮:৫০ পূর্বাহ্ন


হবিগঞ্জে নিহত পাঁচজনের চারজনই এক পরিবারের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৪
হবিগঞ্জে নিহত পাঁচজনের চারজনই এক পরিবারের হবিগঞ্জে নিহত পাঁচজনের চারজনই এক পরিবারের


হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ প্রাইভেট কারের পাঁচজন নিহত হয়েছেন।

নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের চারজন। নিহতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। এ ছাড়া তাদের সঙ্গে ড্রাইভারও মারা গেছে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধার ইলেকট্রিক্যাল দোকান ছিল এবং খোকন মৃধা গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করতেন। ৭ম শ্রেণিতে পড়ুয়া কাওসারের মানত থাকায় সপরিবারে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার আগে সর্বশেষ রাত ১১টার দিকে নিহত জামাল মৃধা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

গলাচিপা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হবিগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। মরদেহ পটুয়াখালীতে কখন আনা হবে সে বিষয়ে এখনো তথ্য পাইনি।