২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩১:৩৮ পূর্বাহ্ন


আরডিএ’র নির্দেশ অমান্য করায় এবার “নার্গীসবন” বিল্ডিংয়ের মালিকের নামে আদালতে মামলা
মিজানুর রহমান টনি:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৫-২০২৪
আরডিএ’র নির্দেশ অমান্য করায় এবার “নার্গীসবন” বিল্ডিংয়ের মালিকের নামে আদালতে মামলা আরডিএ’র নির্দেশ অমান্য করায় এবার “নার্গীসবন” বিল্ডিংয়ের মালিকের নামে আদালতে মামলা


সরকারী নির্দেশ উপেক্ষা করে অবৈধ ইমারত অপসারন না করায় এবার “নার্গীসবন” বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন আরডিএ কতৃপক্ষ। 

“নার্গীসবন” নামের বিল্ডিংটি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ বাবর আলী সড়ক (হোল্ডিং-১৭৬) এলাকায় অবস্থিত। বিল্ডিংয়ের মালিক মোসাঃ নার্গীস আরা  ইসলাম, তার স্বামীর নাম: মোঃ আজিজুল ইসলাম মানিক। 

জানা গেছে, সোমবার (১৩ মে ২০২৪) জেলা রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিঃ ১ ও আমলী আদালত। মামলা নং-৭৬৬ সি/২৪ (বোয়ালিয়া)। ১৯৫২ সালের ইমারত নির্মান আইনের ১২ ধারা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে ইমারত পরিদর্শক মোঃ মফিদুর রহমান (আরডিএ) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ওই মামলায় আসামী করা হয় মোসাঃ নার্গিস আরা ইসলামকে।

মামলার বরাত দিয়ে জানা যায়, আসামী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মৌজার আরএস খতিয়ান নং-৪০২/১, আরএস দাগ নং-২৮৮৩/এ আসামী ১০/০৬/২০০৮ তারিখে ছাড়পত্র এবং গত ১৬/১১/২০০৮ তারিখে নকশা অনুমোদন গ্রহণ করেন। কিন্তু তিনি নকশা বহিভূত ভাবে দুইতলা বাড়ি নির্মান করায় ২/৭/২০১২ তারিখে মোঃ মনিরুল ইসলাম (মনি), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আরডিএ’র অথরাইজড অফিসার এর নিকট ৫/৭/২০১২ তারিখে আসামীর অনুমোদিত নকশা দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। এরপর গত ১০/০৭/২০১২ তারিখে আসামী জবাব প্রদান করেন। উক্ত জবাব সন্তোষ জনক না হওয়ায় আসামীকে পূণরায় গত ১৯/৭/১২ তারিখে ১০৬৪ নং স্বারকে অবৈধ নির্মান কাজ বন্ধ রেখে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পরবর্তিতে গত ২৬/৮/২০১২ তারিখে শুনানির জন্য কারন দর্শনোর নির্দেশ দিয়ে ৩/৯/২০১২ তারিখে শুনানীর জন্য দিন ধার্য্য করা হয়। আসামী আরডিএ’র আদেশ মত কার্য না করায়, পূণরায় ১৪/১০/২০১২ তারিখে ২১৭১ স্বারক মতে অবৈধ ইমারত নির্মান অপসারন করার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু আসামী নির্দেশ অমান্য করায় আরডিএ কর্তৃপক্ষ ৯৩তম সভার কার্যবিবরণী সিদ্ধান্ত মোতাবেক নথি নং-১৯২/২০১২, মতে আসামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আসামী আরডিএ’র বিরুদ্ধে চারঘাট থানার সিনিয়র সহকারী জর্জ আদালতে ১০৮/২০১৫ অঃ প্রঃ মামলা দায়ের করিলে আসামী দায়েরকৃত মামলাটি ১৯/৭/২০২২ তারিখে ডিসমিস হয়। এরপর আরডিএ কর্তৃপক্ষ পূণরায় ৫/২/২০২৪ তারিখে অবৈধ নির্মান অপসারনের নির্দেশ দেন। কিন্তু আসামী নির্দেশ মতে কাজ না করায় ১৫/০৪/২০২৪ তারিখে আরডিএ কর্তৃপক্ষের ক্ষমতাবলে বাদী বিজ্ঞ আদালতে অত্র মামলাটি দায়ের করেন। (স্বারক নং-২৫.৪০.০০০০.০০৫.০২.১৯২.১২.৫২৪)।