২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:১৯:৩৯ পূর্বাহ্ন


ধর্ষণের পর গৃহবধূ হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২২
ধর্ষণের পর গৃহবধূ হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন ফাইল ফটো


পাবনার আটঘরিয়া উপজেলায় ধর্ষণের পর এক গৃহবধূকে হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড নিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন: উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে আজমত শেখ (৩২), মৃত রমজান আলীর ছেলে ইদ্রিস আলী (৪০), আবু বকর শেখের ছেলে লিটন শেখ (২৯), তামেজ শেখের ছেলে আব্দুল্লা মেম্বার (৩৩) ও মৃত তজিম উদ্দিনের ছেলে খোয়াজ শেখ (৪০)।

পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আবদুর রকিব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রায় ঘোষণার সময় আব্দুল্লাহ মেম্বার ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া আসামিদের পক্ষে শুনানি করেন আব্দুল আহাদ বাবু ও তৌফিক ইমাম খান।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গোপালপুরের কাজিরহাট এলাকা থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। এরপর ১১ সেপ্টেম্বর বাড়ির পাশে একটি ক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার এজাহারে তাকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় বলে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিক প্রামাণিক বাদী হয়ে ১২ সেপ্টেম্বর আটঘরিয়া থানায় সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।