২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩০:৪৪ অপরাহ্ন


আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ
এক্সক্লুসিভ:
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২২
আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ


আমাজন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ খুঁজতে বিজ্ঞানীদের একটা গ্রুপ পৌঁছেছিল ৷ ৩ বছরের প্ল্যানিং, ৪ টি অভিযান, ঘনতম জঙ্গলে খতরনাক যাত্রার পরে শেষ অবধি  সেই কাজে সাফল্য এল৷ এই গাছ একটি ২৫ তলা বিল্ডিংয়ের সমান উঁচু৷ বিশাল উঁচু এই গাছের নীচু অবধি পৌঁছনোর পর সায়েন্টিস্টরা পাতা, মাটি, এবং অন্য নানা জিনিসের নমুনা সংগ্রহ করে৷

এই গুলি পরীক্ষা করে তবে জানা যাবে এই গাছটির সঠিক বয়স৷ তবে এই গাছের বয়স কমপক্ষে ৪০০ থেকে ৬০০ বছর ৷ 

বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে রীতিমতো তাজ্জব যে এই এলাকায় এত বড় গাছ কেন আছে? এছাড়া তারা এটাও দেখবে এই গাছ কত কার্বন জমা করে৷ এই বিশাল গাছ উত্তর ব্রাজিলের ইরাতাপুর নদীর নেচার রিজার্ভে রয়েছে৷ অ্যাঞ্জেলিম বর্মেলো (বৈজ্ঞানিক নাম- ডিনিজিয়া এক্সেলসা) বাছটি ৮৮.৫ মিটার (২৯০ ফুট), আর এই গাছের বেড় বা চওড়া ৯.৯ মিটার (৩২ ফুট)৷ এটা আমাজনে পাওয়া এখনও অবধি সবচেয়ে বড় গাছ৷

বিজ্ঞানীরা প্রথমবার ২০১৯ এ ৩ ডি ম্যাপিং প্রজেক্টে উপগ্রহ ছবির মাধ্যমে এই গাছের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে৷ এরপর বিজ্ঞানীরা সেখানে পৌঁছনোর ব্লু প্রিন্ট বানানো শুরু করেন৷ কিন্তু এতটাই মুশকিল এলাকা ছিল যা ১০ দিন পরে ফিরে আসতে হয়৷ এরপর তাঁরা ২৫০ কিলোমিটার পথ নদীপথে যাত্রা করেন৷ এরপরে তাঁরা গাছের কাছে পৌঁছনোর জন্য পাহাড়ি এলাকায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হয়৷ বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেওয়ার কারণেই এই গাছের এতটা ওজন এমনটাই মানছেন বিজ্ঞানীরা৷