যেভাবে অঝোর ধারায় ঝড়ছে, তাতে বোঝাই যাচ্ছিল সহসা এ বৃষ্টি থামবে না। যার ফলে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি।
শেষ পর্যন্ত তাই হলো। মাঘের বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলো বিপিএলের এবারের আসরের ১৯তম ম্যাচ। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক ঘোষণা করা হয়েছে ম্যাচটি।
প্রচলতি নিয়ম অনুযায়ী সিলেট ও বরিশালকে দেওয়া হয়েছে একটি করে পয়েন্ট। যা নিয়ে সিলেট হয়তো সন্তুষ্টই থাকবে। কিন্তু বরিশাল নিশ্চিতভাবেই আশায় ছিল পূর্ণ ২ পয়েন্টের।
পরিত্যক্ত হওয়ার পর এখন সাত ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে বরিশাল। অন্যদিকে তিন হারের পর বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পেয়েছে সিলেট। তবু মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার নিচেই রয়েছে তারা।
রাজশাহীর সময় /এএইচ