ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ , ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে কমেছে আলু চাষ, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা রাবিতে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অপারেশন ডেভিল হান্ট-২: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ তানোরে কোল্ড স্টোরেজের বিরুদ্ধে অবহেলা ও অনুমতি ছাড়া আলু বিক্রির অভিযোগ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী আত্রাইয়ের জামগ্রামে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা শুরু, তিন দিনব্যাপী উৎসব ও মিলনমেলা রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ‘ভূতের বাড়ি’ বাঘায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার নাবালিকা ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক! মাদ্রাসায় অগ্নিসংযোগ রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক, ফেনসিডিল ও জব্দ মদ শহরায়নের চাপে রাজশাহীতে বিলুপ্তির পথে খেজুর গাছ, সংকটে শীতের ঐতিহ্যবাহী রস মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে: নেতাকর্মীরা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে একজন প্রাণ হারালেন গাজা গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা করেছে আরব আমিরাত বলিউডের 'নোংরা খেলা' নিয়ে কী বললেন তাপসী পান্নু গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশ-ইন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে তার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। তিনি নেত্রীকে মা সম্বোধন করে বলেন, তার দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত।

মিনু আরও বলেন, তিনি কখনো আমাকে মিজানুর রহমান মিনু বলে ডাকতেন না, শুধু মিজান বলতেন। বেগম খালেদা জিয়াকে তিনি জনগণের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার জীবনের সমস্ত সম্পদ ও ভালোবাসা এ দেশের মানুষের সঙ্গেই সম্পৃক্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিনু বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে রাজশাহী বিভাগে দলীয় প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বিএনপি কর্মীদের উদ্দেশে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং যুবকদের উদ্দেশে বলেন, তোমাদের জন্য বিএনপি রয়েছে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাইফুল ইসলাম মার্শাল, দেবাশীষ রায় মধুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহীতে পৃথক অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ