বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে তার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। তিনি নেত্রীকে মা সম্বোধন করে বলেন, তার দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত।

মিনু আরও বলেন, তিনি কখনো আমাকে মিজানুর রহমান মিনু বলে ডাকতেন না, শুধু মিজান বলতেন। বেগম খালেদা জিয়াকে তিনি জনগণের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার জীবনের সমস্ত সম্পদ ও ভালোবাসা এ দেশের মানুষের সঙ্গেই সম্পৃক্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিনু বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে রাজশাহী বিভাগে দলীয় প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বিএনপি কর্মীদের উদ্দেশে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং যুবকদের উদ্দেশে বলেন, তোমাদের জন্য বিএনপি রয়েছে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাইফুল ইসলাম মার্শাল, দেবাশীষ রায় মধুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]