বলিউড অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন গায়ক স্টেবিন বেন-এর সঙ্গে সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। গত শনিবার উদয়পুরে খ্রিস্টান ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন করেন এই যুগল, যা পরবর্তীতে হিন্দু রীতি অনুযায়ীও আচার-অনুষ্ঠিত হলো।
নূপুর ও স্টেবিনের বিয়ে উদয়পুরের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। খ্রিস্টান অনুষ্ঠানের পর গত রবিবার তাদের হিন্দু রীতিতে বিয়েও সম্পন্ন হয়েছে।
বিয়েতে আড়ম্বর ও সাজ-সজ্জার কোনো কমতি ছিল না। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বলিউড তারকা ও এর পরিচিত মুখরা। খ্রিস্টান অনুষ্ঠানে নূপুর সাদা গাউনে, আর স্টেবিন ফরমাল পোশাকে ছিলেন; হিন্দু অনুষ্ঠানেও তারা ঐতিহ্যবাহী বরের-বধুর সাজে দেখা গিয়েছেন।
স্টেবিন বেন নূপুরকে বাগদানে একটি হীরের আংটি উপহার দেন, যা সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে।
কৃতি সেননসহ অপরিবর্তিত পরিবারের ছাঁট ও বন্ধুরা উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন। নাচ-গান ও উদযাপনের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
নূপুর সেনন ও স্টেবিন বেন গাঁটছড়া বাঁধলেন উদয়পুরে
- আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন
নূপুর সেনন ও স্টেবিন বেন গাঁটছড়া বাঁধলেন উদয়পুরে
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তামান্না হাবিব নিশু