নূপুর সেনন ও স্টেবিন বেন গাঁটছড়া বাঁধলেন উদয়পুরে

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন
বলিউড অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন গায়ক স্টেবিন বেন-এর সঙ্গে সুখী দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন। গত শনিবার উদয়পুরে খ্রিস্টান ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন করেন এই যুগল, যা পরবর্তীতে হিন্দু রীতি অনুযায়ীও আচার-অনুষ্ঠিত হলো। 

নূপুর ও স্টেবিনের বিয়ে উদয়পুরের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। খ্রিস্টান অনুষ্ঠানের পর গত রবিবার তাদের হিন্দু রীতিতে বিয়েও সম্পন্ন হয়েছে। 

বিয়েতে আড়ম্বর ও সাজ-সজ্জার কোনো কমতি ছিল না। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বলিউড তারকা ও এর পরিচিত মুখরা। খ্রিস্টান অনুষ্ঠানে নূপুর সাদা গাউনে, আর স্টেবিন ফরমাল পোশাকে ছিলেন; হিন্দু অনুষ্ঠানেও তারা ঐতিহ্যবাহী বরের-বধুর সাজে দেখা গিয়েছেন। 

স্টেবিন বেন নূপুরকে বাগদানে একটি হীরের আংটি উপহার দেন, যা সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। 

কৃতি সেননসহ অপরিবর্তিত পরিবারের ছাঁট ও বন্ধুরা উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন। নাচ-গান ও উদযাপনের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 



সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]