ঢাকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার দুর্গাপুরে অবৈধ পুকুর খননের অপরাধে ৬ জনকে আটক ও জরিমানা কুমিল্লায় গোমতী নদীর দুই তীর থেকে অবৈধভাবে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও ফসলি জমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোহনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রাজশাহী নগরীতে প্রীতি ফুটবল ম্যাচ ১৬ জানুয়ারি পটিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাপায় পথচারী নিহত ভিন্ন দেশ–ভাষা পেরিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণীর সুখী দাম্পত্য রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন নগরীর পবায় মাদক কারবারী কুলসুম ও চন্দ্রিমা থানায় আরিফ গ্রেফতার রাজশাহী সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ ঢাকা–১৪ আসনে এমপি পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুকে ট্র্যাবের বিশেষ সম্মাননা চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার-৩ সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে প্রাণ গেল শিশুর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২২

আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন
আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব হলো আইনের আওতায় থেকে কাজ করা। আইন মুখস্ত করার চেয়ে কোন আইনের তথ্য কোন বইয়ের কোন পাতায় রয়েছে, তা জানা বেশি জরুরি। আইনানুগভাবে দায়িত্ব পালন করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে মামলা হলে কিংবা সরকারের স্বার্থে মামলা পরিচালনার ক্ষেত্রে আইনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও প্রয়োজনীয় ধাপসমূহ যথাযথভাবে জেনে নিয়ে সে অনুযায়ী দায়িত্ব পালনের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে এখনো নানা ভুল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ