আইনের জ্ঞান অর্জনে সরকারের সুনাম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়: তথ্য ও সম্প্রচার সচিব

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:২১:১৭ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব হলো আইনের আওতায় থেকে কাজ করা। আইন মুখস্ত করার চেয়ে কোন আইনের তথ্য কোন বইয়ের কোন পাতায় রয়েছে, তা জানা বেশি জরুরি। আইনানুগভাবে দায়িত্ব পালন করলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে মামলা হলে কিংবা সরকারের স্বার্থে মামলা পরিচালনার ক্ষেত্রে আইনের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও প্রয়োজনীয় ধাপসমূহ যথাযথভাবে জেনে নিয়ে সে অনুযায়ী দায়িত্ব পালনের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে এখনো নানা ভুল হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]