ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা
রাজশাহী নগরীতে মাদক কেনার টাকার জন্য মা–বাবাকে নির্যাতনের অভিযোগে এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পিতাই নিজ ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. আশিকুর রহমান মুরাদ (২৮)। তিনি মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, দেহ তল্লাশি চালিয়ে মুরাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নেশার টাকার দাবিতে মুরাদ তার পিতার কাছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই মতিনের নেতৃত্বে এসআই আসলাম, এএসআই নূরনবীসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী পিতা মো. আমিনুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘ কয়েক বছর ধরে মাদকাসক্ত। কোনো কাজকর্ম না করে প্রতিদিন নেশার টাকার জন্য প্রায় ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে তাকে ও তার স্ত্রীকে মারধর, ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ শারীরিক নির্যাতন চালায়। এ কারণে তিনি শনিবার বিকেলে মতিহার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

আমিনুল ইসলাম আরও বলেন, তিনি অক্ট্রয় মোড়ে একটি ছাত্রাবাস ও চায়ের দোকানের নাইট গার্ড হিসেবে কাজ করেন। সামান্য আয়ে সংসার চালানোই কষ্টকর, তার ওপর প্রতিদিন ছেলের টাকার দাবিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শনিবার রাতে মুরাদ তাকে খুঁজতে থাকলে তিনি ভয়ে একটি অফিসে আত্মগোপন করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মাদকের টাকার জন্য মা–বাবাকে নির্যাতনকারী এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত