যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় গভীর শ্রদ্ধার সাথে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর-২ আসনের ধানের শীষের প্রার্থী, (সাবেক মেয়র ও এমপি) মো. মিজানুর রহমান মিনু এবং পবা-মোহনপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপি নেতা মোঃ নজরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার।
কর্মসূচিতে রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় গভীর শ্রদ্ধার সাথে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর-২ আসনের ধানের শীষের প্রার্থী, (সাবেক মেয়র ও এমপি) মো. মিজানুর রহমান মিনু এবং পবা-মোহনপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপি নেতা মোঃ নজরুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার।
কর্মসূচিতে রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
মোঃ মাসুদ রানা রাব্বানী :