রাজশাহীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় গভীর শ্রদ্ধার সাথে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর-২ আসনের ধানের শীষের প্রার্থী, (সাবেক মেয়র ও এমপি) মো. মিজানুর রহমান মিনু এবং পবা-মোহনপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপি নেতা মোঃ নজরুল হুদা।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন দিলদার।

কর্মসূচিতে রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]