ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি পত্নীতলায় বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন রাজশাহীতে মোমবাতি প্রজ্জ্বলনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ফটিকছড়িতে বিদেশি মদসহ কারবারি আটক চট্টগ্রামে পাওনা টাকার জেরে মোবাইল ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ৭ জনকে আরডিএ’র কারণ দর্শানোর নোটিশ বিচারকের ছেলে হত্যা: নিরাপত্তা দাবিতে দেশজুড়ে বিচারকদের কালো ব্যাজ ধারণ রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩ পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন প্রকৌশলী না ‘সশস্ত্র’ সম্রাট: পদ্মার চরে ‘কাকন বাহিনী’র রহস্যময় উত্থান পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিচারকপুত্র হত্যা: আসামির ভিডিও ভাইরাল, দায়িত্বে অবহেলায় আরএমপির ৪ পুলিশ বরখাস্ত নগরীতে পুলিশের অভিযানে আটক -১৭ পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার

রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৬:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:১৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড রাজশাহীতে ওএমএস’এর চাউল জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড
রাজশাহী মহানগরীতে সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির চার বস্তা চালসহ এক মুদি দোকানিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা।

রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত দোকানীর নাম কাজল (৬০)। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে ওএমএসের চাল কিনে চড়া দামে বিক্রি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে একটি ভ্যানে করে ৫০ কেজি ওজনের চারটি বস্তা চাল কাজলের দোকানে ঢোকানো হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান এবং গণমাধ্যম কর্মীদের খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ওএমএসের চাল কেনার কথা স্বীকার করেন।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ মোহন আহম্মেদকে অবগত করলে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে, ডিসি ফুড প্রাথমিকভাবে চালগুলো ওএমএসের নয় বলে দাবি করেন। তিনি বলেন, যেহেতু চালের ব্যাগ পরিবর্তন করা হয়েছে, তাই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দোকানি এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, আটক দোকানি কাজল গণমাধ্যম কর্মীদের কাছে প্রথমে ওএমএসের চাল কেনার কথা স্বীকার করে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে ৩ লাখ টাকা ছিনতাইয়ের মামলা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ সাংবাদিকদের। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকের সহায়তায় তিনি দোকান থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, কাজলের বিরুদ্ধে এর আগেও টিসিবির পণ্য কালোবাজারি করার অভিযোগ রয়েছে। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লক্ষ টাকা জরিমানা করে এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

ঘটনাস্থলে সুমন (৩৫) নামের এক চাল সরবরাহকারী চিৎকার করে বলেন, ডিলাররা তাদের কাছে চাল বিক্রি না করলে তারা কিনতেন না। তিনি বিভিন্ন ওএমএস কেন্দ্র থেকে চাল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে কাজলের দোকানে সরবরাহ করতেন।

এসময় মুন্না নামের এক ব্যক্তি নিজেকে রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক পরিচয় দিয়ে সুমনকে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এবং সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে এসি ল্যান্ড এবং ডিসি ফুডকে জানানো হয়েছে। ডিসি ফুড চালের নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওএমএসের চাল পাই না। আর অসাধু ডিলাররা সেই চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িত ডিলারদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ

নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ