ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস

রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৬:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৭:১৭:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড রাজশাহীতে ওএমএস’এর চাউল জণতার হাতে আটক; ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড
রাজশাহী মহানগরীতে সরকারের খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির চার বস্তা চালসহ এক মুদি দোকানিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা।

রবিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃত দোকানীর নাম কাজল (৬০)। অভিযোগ উঠেছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে ওএমএসের চাল কিনে চড়া দামে বিক্রি করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে একটি ভ্যানে করে ৫০ কেজি ওজনের চারটি বস্তা চাল কাজলের দোকানে ঢোকানো হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান এবং গণমাধ্যম কর্মীদের খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ওএমএসের চাল কেনার কথা স্বীকার করেন।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ মোহন আহম্মেদকে অবগত করলে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে, ডিসি ফুড প্রাথমিকভাবে চালগুলো ওএমএসের নয় বলে দাবি করেন। তিনি বলেন, যেহেতু চালের ব্যাগ পরিবর্তন করা হয়েছে, তাই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দোকানি এবং সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, আটক দোকানি কাজল গণমাধ্যম কর্মীদের কাছে প্রথমে ওএমএসের চাল কেনার কথা স্বীকার করে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে ৩ লাখ টাকা ছিনতাইয়ের মামলা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ সাংবাদিকদের। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকের সহায়তায় তিনি দোকান থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, কাজলের বিরুদ্ধে এর আগেও টিসিবির পণ্য কালোবাজারি করার অভিযোগ রয়েছে। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লক্ষ টাকা জরিমানা করে এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

ঘটনাস্থলে সুমন (৩৫) নামের এক চাল সরবরাহকারী চিৎকার করে বলেন, ডিলাররা তাদের কাছে চাল বিক্রি না করলে তারা কিনতেন না। তিনি বিভিন্ন ওএমএস কেন্দ্র থেকে চাল সংগ্রহ করে বস্তা পরিবর্তন করে কাজলের দোকানে সরবরাহ করতেন।

এসময় মুন্না নামের এক ব্যক্তি নিজেকে রাজশাহী মহানগর ওলামা দলের আহ্বায়ক পরিচয় দিয়ে সুমনকে সাংবাদিকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এবং সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে এসি ল্যান্ড এবং ডিসি ফুডকে জানানো হয়েছে। ডিসি ফুড চালের নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওএমএসের চাল পাই না। আর অসাধু ডিলাররা সেই চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িত ডিলারদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার

নগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৬ কারবারি গ্রেফতার