ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় সালিশি বৈঠকে অংশ নেয়ায় একজনকে ছুরিকাঘাতে হত্যা শীত এলেই সাপেরা কোথায় যায়? পোশাক পরিবর্তনের সময় তরুণীর ঘরে মুখে অন্তর্বাস পরে প্রেমিকা; শ্রী;ঘরে যুবক স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিধবাকে শ্লীলতাহানির চেষ্টা, নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তরুণ বয়সে শিকার ভয়ঙ্কর আচরণের হয়েছিলেন, মৌনী রায় রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা ​নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংড়ায় অধ্যক্ষ আনুর ৩১ দফা লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন তানোরে ইউপি ভুমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোহনপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিজে সমতা ফেরালো আফগান যুবারা রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন, শরীফ উদ্দিন মহানগরীতে পুলিশের অভিযানে আটক ১১ সলঙ্গায় হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার আটক নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে সকলের মধ্যে সমন্বয় রাখতে হবে - বিভাগীয় কমিশনার

শীত এলেই সাপেরা কোথায় যায়?

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:৪২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:৪২:২২ পূর্বাহ্ন
শীত এলেই সাপেরা কোথায় যায়? শীত এলেই সাপেরা কোথায় যায়?
প্রকৃতির এক আশ্চর্য ও রহস্যময় প্রাণী। গ্রীষ্ম কিংবা বর্ষার দিনে গ্রামের মাঠে, ঝোপে বা ঘাসের ফাঁকে হঠাৎই দেখা মেলে এদের। কিন্তু শীত নামলেই যেন হাওয়ায় মিলিয়ে যায় তারা! অনেকের মনে প্রশ্ন সাপেরা কি শীতে মরে যায়, নাকি কোথাও ঘুমিয়ে থাকে?

শীতের সময় সাপেরা নিরাপদ আশ্রয় খোঁজে মাটির গর্ত, পাথরের ফাঁক, গাছের শেকড়ের নিচে বা পরিত্যক্ত গুহায়। সেখানে তারা সপ্তাহের পর সপ্তাহ, এমনকি কখনও কয়েক মাস পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিছু ক্ষেত্রে, একাধিক সাপ একসঙ্গে জড়ো হয়ে শরীরের তাপ ধরে রাখে।

অনেকেই বলেন, “সাপ ঘুমোয় না, কারণ তাদের চোখ সবসময় খোলা থাকে।” আসলে, সাপের চোখে চোখের পাতা নেই। তাদের চোখে থাকে একটি স্বচ্ছ স্তর বা spectacle scale, যা ধুলোবালি বা আঘাত থেকে চোখকে রক্ষা করে। তাই ঘুমের সময়ও তাদের চোখ খোলা মনে হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সাপেরও ঘুমের চক্র রয়েছে। ঘুমের সময় তাদের শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে যায়, দেহ সম্পূর্ণ স্থির থাকে, এমনকি আলো বা শব্দেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় না।

গ্রীষ্মকালে: প্রচণ্ড গরমে তারা দিনের বেলায় গর্ত বা ছায়ায় লুকিয়ে থাকে। সূর্যের তাপ এড়াতে সাধারণত রাতে সক্রিয় হয়। দিনে প্রায় ১০–১২ ঘণ্টা বিশ্রাম নেয়।

বর্ষাকালে: বাতাসে আর্দ্রতা ও ঠান্ডা বাড়লে তারা বেশি সক্রিয় হয়, কারণ তখন খাদ্য সহজলভ্য থাকে। দিনে অল্প বিশ্রাম নিয়ে রাতেই বেশি চলাফেরা করে।

শীতকালে: ঠান্ডা পড়লেই তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। টানা ২–৩ মাস, কখনও তারও বেশি সময়, না খেয়ে ও না পান করে ঘুমিয়ে থাকে। এ সময় তাদের হৃদস্পন্দন ও হজম প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায়।

সাধারণভাবে সাপ প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিশ্রাম নেয়। কিন্তু শীতকালে এই সময়সীমা বেড়ে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়। মরুভূমিতে বসবাসকারী কিছু প্রজাতি আবার উল্টো আচরণ করে—তারা গ্রীষ্মের অতিরিক্ত গরমে যায় গ্রীষ্মনিদ্রায় (Aestivation)।

ঘুমের সময় অনেক সাপ ত্বক পরিবর্তনের প্রক্রিয়াও (Shedding) শুরু করে, আর ঘুম ভেঙে পুরোপুরি সক্রিয় হতে সময় নেয় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত।

বিশ্বজুড়ে সাপের প্রজাতি রয়েছে তিন হাজারেরও বেশি। শুধু ভারতেই পাওয়া যায় প্রায় ৬৯টি অতি বিষাক্ত প্রজাতি যার মধ্যে ৪০টি স্থলচর ও ২৯টি সামুদ্রিক। কিং কোবরা, ক্রেইট, ভাইপার, ব্ল্যাক মাম্বা প্রভৃতি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় শীর্ষে।

প্রকৃতির এই নিঃশব্দ শিকারিদের জীবনচক্র তাই ঋতুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। শীতের ঘুম শেষে আবারও তারা ফিরবে উষ্ণ রোদে জীবনচক্রের অনন্ত ধারায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা